আজ দশমী। দুর্গাপুজোর সমাপ্তি। বাঙালির সবচেয়ে বড় উৎসবের শেষ দিন। এই দিনটিকে বিজয়া দশমীও বলা হয়। কিন্তু দশমীকে কেন বিজয়া বলা হয়?
দশমীকে বিজয়া বলার পিছনে দুটি কারণ রয়েছে। প্রথম কারণ হল, এই দিনেই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন। মহিষাসুর ছিল এক অসুর। সে ছিল অত্যাচারী এবং দুষ্ট। দেবতারা তাকে পরাজিত করতে পারছিলেন না। তাই তারা দেবী দুর্গার কাছে সাহায্য চান। দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে দেবতাদের মুক্তি দেন। এই বিজয়ের স্মরণে দশমীকে বিজয়া বলা হয়।
দ্বিতীয় কারণ হল, এই দিনেই দেবী দুর্গা কৈলাসে ফিরে যান। দেবী দুর্গা হলেন সত্যের প্রতীক। তিনি অশুভের বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করেন। দেবী দুর্গার কৈলাসে ফিরে যাওয়াকে অশুভের বিরুদ্ধে শুভের জয়ের প্রতীক হিসেবে দেখা হয়।
তাই দশমীকে বিজয়া বলা হয়। এই দিনটিকে আমরা অশুভের বিরুদ্ধে শুভের জয়ের দিন হিসেবে পালন করি। আজ বিজয়া দশমী। এই শুভদিনে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই দিনটি আমাদের সকলের জীবনে আনন্দ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।