প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর খানিকটা অভিমান হয়েছিল দ্বিতীয় পুরুষ দেখে। সেখানে প্রবীর রায়চৌধুরী এত সংলাপ কিন্তু তিনি নেই। তখন থেকেই পরিচালক সৃজিত ভাবনা কীভাবে প্রবীরকে ফিরিয়ে আনা যায়। বেশ পুরানো ভাবনা দশম অবতারের। দুই মিলিয়ে প্রবীর এবং পোদ্দার এর প্রত্যাবর্তন এর পরিকল্পনা তৈরি।
পরিচালকের কোথায় পুরোনো ভুল শুধরে নেওয়া তো বটেই। সেই জনেই পুরোনো সমস্ত সংলাপ আবারো উসকে দেওয়া। প্রসেনজিৎ এর সমস্ত সংলাপ এ হাততালি পড়বে। পরিচালক এর কোথায় নিজের প্রিয় চরিত্রগুলো নিয়ে reunioun।
হলিউড বা বলিউডে ছক ভেঙ্গেই তৈরী হচ্ছে এমন ছবি।বাংলায় হাতে গোনা। ইন্ডাস্ট্রির কথা ভেবেই তৈরী হয়ছে। এই স্ক্রিপ্ট পরে চার জনের কথা মাথায় আসছিল তারা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া হাসান, যীশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য। চারজনে প্রথমেই হ্যাঁ বলেছিলেন।