বাঙালির মনে পূজো এসে গিয়েছে বোধনের আগেই বাঙালির কাছে এবছরের পুজো মা নেই পরের বছরের পুজো শুরু। পূজা মন্ডপ উদ্যোক্তাদের কাছে এই বছরের পুজো শেষ হলেই পরের বছরের জন্য প্রস্তুতি শুরু হয়ে যায়। নতুন বছরের ক্যালেন্ডার হাতে পেলেই মনে হয় যেন কবে পুজো শুরু হবে? কবে কবে ছুটি পড়ছে?
এ বছর যেমন মহালয়া থেকে পুজোর আবহাওয়া শুরু হয়ে গিয়েছে ঠিক তেমনি পরের বছর এমনটাই হবে। তবে আগামী বছরে মহালয়া পড়েছে দুই অক্টোবর অর্থাৎ ছুটি নষ্ট। পঞ্চমী পড়েছে ৮ ই অক্টোবর ষষ্ঠী ৯ই অক্টোবর সপ্তমী দশই অক্টোবর ১১ই অক্টোবর অষ্টমী তবে নবমী এবং দশমী পড়েছে ১২ ই অক্টোবর এবং ১৩ ই অক্টোবর অর্থাৎ শনি ও রবিবার।
দুর্গাপূজা মিটে গেলেই তো আর পুজো মিটে যায় না এক নভেম্বর পড়েছে লক্ষ্মীপূজো। অর্থাৎ পরের বছর শনি ও রবিবারও ছুটি হাওয়াতেই মিশে গেল।