গত শনিবার মহালয়ার রাতে কলকাতার ভিআইপি রোডে একটি অ্যাম্বুলেন্স যানজটে আটকা পড়ে। অ্যাম্বুলেন্সটিতে হৃদ্রোগে আক্রান্ত এক রোগীকে নিয়ে যাওয়া হচ্ছিল। অ্যাম্বুলেন্সটি প্রায় ৪৫ মিনিট ধরে যানজটে আটকে ছিল। এতে রোগীর অবস্থার অবনতি হয়। তাকে জরুরি ভিত্তিতে ওষুধ দেওয়া হয়। শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্সটি অন্য পথে দিয়ে রোগীকে নিয়ে ইএম বাইপাসের রুবি মোড়ের একটি হাসপাতালে পৌঁছায়।
জানা যায়, তেঘরিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে থেকে রোগীকে রুবি মোড়ের কাছে ওই হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল। কিন্তু ভিআইপি রোডে শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড়ের কারণে যানজট তৈরি হয়। এতে অ্যাম্বুলেন্সটি আটকা পড়ে যায়।
অ্যাম্বুলেন্সের চালক বলেন, “প্রতি বছরই পুজোয় এই এলাকায় যানজট হয়। কিন্তু শনিবার ভয় পেয়ে গিয়েছিলাম। ৪৫ মিনিট ধরে রাস্তায় আটকে ছিলাম। গাড়ি নড়ছে না। পিছনে কেবিনে রোগীর অবস্থা সঙ্কটজনক হয়ে গিয়েছিল। তাঁকে জরুরি ভিত্তিতে ওষুধ দেওয়া হচ্ছে।”
এই ঘটনায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, পুজোর নামে যানজট তৈরি করে মানুষের জীবনের ঝুঁকি নেওয়া হচ্ছে। প্রশাসনের উচিত এই বিষয়ে ব্যবস্থা নেওয়া।