তৃতিয়ার দিনে ডায়মন্ড হারবারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানকার মানুষদের হাতে তুলে দিলেন উপহার। আর বিজেপিকে সব জানিয়ে দিলেন তিনি কোন ধর্মের রাজনীতি করেন না, তাদের শুধু একটাই ধর্ম সেটা হলো মানব ধর্ম। পূজো উপলক্ষে মঙ্গলবার বিকেলে বিশেষ কর্মসূচি ছিল ডায়মন্ড হারবারে অভিষেকের।
অভিষেক সেখানেই জানান দুর্গাপুজো চার দিনের নয় মহালয়ার পর থেকেই উৎসব শুরু হয়ে যায়। বাংলায় কোনরকম ধর্ম নিয়ে ভেদাভেদ করা হয় না। এখানকার একটাই ধর্ম সেটা হল মানব ধর্ম। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই পূজা উপভোগ করুন। দূর্গা পূজার সময় যেমন তারা ক্লাবগুলোর পাশে দাঁড়ায় ঠিক তেমনি রমজানের সময় মসজিদ কমিটির পাশেও তারা দাড়ায়।
এরপরে অভিষেক তুলে ধরে ডায়মন্ড হারবারে বিগত ৯ বছরে ঠিক কি কি কাজ করা হয়েছে। নানান ধরনের কাজের বৃত্তান্ত তুলে ধরেন মানুষের কাছে এমনকি মানুষের যা যা অসুবিধা সেইগুলো শুনে মানুষকে আশ্বাস দেন তা হয়ে যাবে। ডায়মন্ড হারবারে ফুটবল ম্যাচ বনাম সুজিত বোসের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব খুবই উল্লেখযোগ্য ডায়মন্ড হারবারে মানুষের গর্ব হল এই ফুটবল ক্লাব।