নতুন বিতর্ক এখন তৃণমূল বনাম বিজেপি। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র একজন ব্যবসায়ী হয়ে লোকসভায় অর্থ এবং উপহারের বিনিময় প্রশ্ন করেছেন বলে দাবি বিজেপির। ঝাড়খণ্ডের সংসদ লোকসভার স্পিকার ওম বিরলার কাছে মহুয়া মৈত্রের সাসপেন্ড দাবি করেছেন। কৃষ্ণনগরের সংসদের বিরুদ্ধে তদন্ত করার দাবি জানানো হয়েছে।
এমনকি তার সংসদ পর নিয়ে নেবার দাবিও উঠেছে। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে মোট 46 টি প্রশ্ন করেছেন মহুয়া। এমন দাবি ওঠার পরে মহুয়া নিজের টুইটারের এক্স স্যান্ডেলে লিখেছে মহুয়ার মুখ বন্ধ করার জন্যই উঠে পড়ে লেগেছে বিজেপিরা অযথা এ বিষয়ে কান দিতে বারণ করছে এবং আইনজীবীদের ভালো কাজে লাগানোর কথা বলছেন।
কয়লা দুর্নীতি নিয়েও মহুয়া মৈত্রের নাম উঠে এসেছে। বিজেপি তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে আশা করছেন তার আগে কয়লা দুর্নীতি কান্দে কোন এফআইআর দায়ের করা হবে।