দেশের সাহিত্য দুনিয়ায় অটল বিহারী বাজপায়ীর লেখা কবিতা বেশ প্রশংসিত হয়। এবারে স্বয়ং নরেন্দ্র মোদি নিজেকে গীতিকার হিসাবে প্রকাশ করলেন। গুজরাটে তার লেখা গান দিয়ে এই নবরাত্রি উদযাপন হল। নবরাত্রির পহেলা দিনেই মোদী সেই গান নিয়ে এলেন সকলের সামনে।
শনিবার অভিনেত্রী কঙ্কনা সিং রানাওয়াত গীতিকার মোদির হয়ে গলা ফাটিয়েছেন। লেখক তো তারপর প্রাক্তন অটল বিহারী বাজপাই এর প্রসঙ্গ উল্লেখ করে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করলেন। মমতার মতন এবারে মোদি ও গীতিকার হিসেবে নিজেকে প্রকাশ করলেন।
মমতা নিজের লেখা দুটি গান টলিউডের ধারাবাহিকে চলছে। তার জন্যে তিনি খোজ নিজেই টেলি সম্মান পেয়েছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী জানালেন তিনি এই গান অনেকদিন আগেই লিখেছিলেন অনেক পুরনো স্মৃতি তাকে মনে করিয়ে দিল। রবিবার দিন সকালে মোদির লেখা গান মাদি হিসাবে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। ভিডিওটি তৈরি করেছেন তানিশ বাগচী এবং গানটি গেয়েছেন ধবনী ভানুশালি।