কলকাতা এবং রাজ্য পুলিশের পুজোর বোনাস নিয়ে বৈষম্য শুরু হয়েছে। এমনই উত্তাল রাজ্য রাজনীতিতে বৈষম্য করা হলো। উৎসবের মরশুমে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসরে নামলেন সিভিক ভলেন্টিয়ারদের বেতনে রাস টানার জন্য। কলকাতা সহ বিভিন্ন বিভিন্ন জেলার সিভিক ভলেন্টিয়াররা একই পরিমানে বেতন পাবেন এমনটাই জানানো হয়েছে।
তবে বিতর্কের সূত্রপাত হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে। দুটি স্ক্রিনশট দিয়ে তিনি দাবি করেন কলকাতার সিভিক ভলেন্টিয়ার রা পূজোর বোনাস পাচ্ছেন ৫ হাজার তিনশ টাকা অন্যদিকে জেলার সিভিক ভলেন্টিয়াররা পাচ্ছেন ২ হাজার টাকা। তিনি বোঝাতে চাইলেন বেতনের ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী এরপর নিজের এক্সট্রাটার হ্যান্ডেল এ নিজে লিখে জানান তিনি আশ্বাস দিয়েছেন উভয় ক্ষেত্রেই পূজোর বোনাস ৫ হাজার ৩০০ টাকা হবে। কিছু রাজনৈতিক দল অসৎ উদ্দেশ্যে অশান্তির সৃষ্টি করার চেষ্টা করছে।