মোট ৭১ জন কয়েদী পুজোয় জেল থেকে মুক্তি পাবে। রাজ্যপাল সি বি আনন্দ বোস অবশেষে বন্দী মুক্তিতে অনুমোদন দিচ্ছেন। কিছুদিন আগেই এই ঘটনা রাজ্য এবং রাজ্যপালের দ্বন্দ্বকে উস্কে দিয়েছিল। আপাতত দুর্গাপূজোয় বন্দী মুক্তিতে কোনরকম অসুবিধা হবে না বলেই জানানো হয়েছে।
চলতি বছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের প্রাক সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্দী মুক্তি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দের বিরুদ্ধে। আপনি অভিযোগ করেছিলেন রাজ্যপালের জন্যই এ বছর স্বাধীনতা দিবসে কোন বন্দী মুক্তি হতে পারল না। অবশ্য পাল্টা জবাব দিতে ছাড়েনি রাজ্যপাল ও। তিনি জানিয়েছিলেন এ বিষয়ে নবান্নের কাছে প্রশ্ন করা হয়েছিল কিন্তু কোন প্রশ্নেরই সদ উত্তর আসেনি।
রাজভবন সূত্রের খবর রাজভবনের তরফ থেকে মোট ৭১ জন বন্দিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। এর পাশাপাশি ভারত সরকারের অনুমোদন অনুযায়ী মোট ১৬ জন বিদেশি বন্দিকেও মুক্তি করার অনুমতি দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যপাল কোনরকম অনুমোদন দেননি।