জি বাংলার এক অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো জগদ্ধাত্রী।জগদ্ধাত্রী তার শাশুড়ি মাকে জানিয়ে দিল সে শুধু মাত্র স্বয়ম্ভুকে একটা পরিবার দিতে চায়। সাথে এও জানিয়ে দিল তার নিজের ছেলে উৎসব যদি বেশি ডানা ঝাপটায় তাহলে টানা কেটে দিতে জগধাত্রীর বেশিক্ষণ সময় লাগবে না। খুব ভালো করে সেটা উৎসব জানে।
কৌশিকীর আশীর্বাদের তিন জগদ্ধাত্রী নেই কারণ তাকে কেউ মেনে নেয়নি বাড়ি থেকে ।তাই সে থাকলে আবার কোন অশান্তি হবে। কৌশিকী সাফ জানিয়ে দেয় সে তাকে মেনে নিয়েছে আর খুব জলদি কোর্টে যাবে। সেটা প্রমাণ করেই ছাড়বে নইলে কৌশিকী তা নিজের নামই বদলে দেবে।
কৌশিকী মুখার্জি পরিবারের সকলকে স্পষ্ট জানিয়ে দিল স্বয়ম্ভ এবং জগদ্ধাত্রী মুখার্জি পরিবার ছেড়ে কোথাও যাবেনা। সে একবার যখন এই খাঁটি রত্নকে পেয়েছে হাতছাড়া কখনই করবে না। তারপরেই কৌশিকী জানালো, রাজনাথ মুখার্জি বৈদেহী মুখার্জি উৎসব মুখার্জী এবং মেহেন্দি মুখার্জি জানিয়েছে স্বয়ম্ভু তাদের ছেলে নয়, তাই এটার মীমাংসাও করবে কৌশিকী।