এখন ক্রিকেট বিশ্বকাপ চলছে সব ম্যাচের আগেই টস হচ্ছে কে আগে ব্যাট করবে আর কে বল। কিন্তু সিপিএমকে টস করতে হলো বিশ্বকাপের ভরা মরশুমে। দলের এরিয়া কমিটির সম্পাদক কে হবে টস করে নির্ধারিত করা হলো। প্রবীর নেতাদের মধ্যে অনেকেই বলছেন এটি একটি নজিরবিহীন ঘটনা।
এই ঘটনা ঘটেছে টালিগঞ্জে। বৃহস্পতিবার দিন টালিগঞ্জ১ এরিয়া কমিটির সম্পাদক নির্ধারণ করা হলো টসের মাধ্যমে। সিপিএমের অনেকেই উপস্থিত ছিলেন তবে সিপিএম সূত্রের খবর কল্লোল এই টস করেছেন। টালিগঞ্জের একটি বেসরকারি কলেজে তহবিল তছ্রুপের অভিযোগে দুই নেতার নামে নালিশ জমা হয়েছিল কমিটিতে। সাসপেন্ড করা হয়েছিল এই দুই নেতাকে।
এরিয়া কমিটির সম্পাদক কে তাড়ানোর পর অস্থায়ীভাবে সম্পাদক করা হয়েছিল সুশান্ত পাল কে। তবে সিপিএম সূত্রের খবর তিনি বাইরের দলের সঙ্গে যুক্ত। সেই কারণেই পয়েন্ট ছোড়ার আগে ধ্রুব এবং সুশান্ত কে হেড নাকি টেল বাজতে বলা হয়। আপাতত সুশান্তই সম্পাদক হচ্ছে।