টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর দেড় বছর হতে চলেছে। ২০২২ সালের ২৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েন সংযুক্তা চট্টোপাধ্যায় এবং মেয়ে সাইনা। তবে তাঁরা বিশ্বাস করেন, অভিষেক সবসময় তাঁদের সঙ্গেই আছেন।
সেই বিশ্বাস থেকেই সংযুক্তা এখনও স্বামীর দেওয়া নোয়া পরেন। এই বছর পুজোয় সিঁদুর পরবেন বলেও তিনি জানিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সংযুক্তা বলেন, “আমি এখনও অভিষেককে ভালোবাসি। ওঁর পরিচয়েই আমি বেঁচে আছি। সমাজের কোনও রীতি আমাকে এর বিরুদ্ধে নিয়ে যেতে পারবে না।”
সামাজিক রীতি অনুযায়ী, স্বামীর মৃত্যুর পর হিন্দু বিধবারা সিঁদুর পরা বন্ধ করে দেন। তবে সংযুক্তা বলেন, “অভিষেক আজ সশরীরে নেই। তবে আমি এখনও তাঁর স্ত্রী। তাই সিঁদুর পরব।” সংযুক্তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। তাঁরা বলছেন, এই সিদ্ধান্তটি খুবই সাহসী। এটি সমাজের কুসংস্কারকে প্রতিহত করার একটি পদক্ষেপ।