সদ্য মুক্তি পেয়েছে দেব এবং সৌমিতৃষা কুণ্ডু অভিনীত ছবি ‘প্রধান’। ছবিটি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হয়েছিল সৌমিতৃষার।
প্রথম ছবির সাফল্যের পরই সৌমিতৃষা এবং দেবের জুটিকে আবারও একসঙ্গে দেখার আশায় বুক বেঁধেছিলেন দর্শকরা। গুঞ্জন শোনা যাচ্ছিল, দেবের পরবর্তী ছবিতেও দেখা যাবে এই জুটিকে।
গুঞ্জন ছিল, কয়লা খনি অঞ্চলের জীবনযাপন এবং রাজনীতির প্রেক্ষাপটে তৈরি হবে ছবিটি। নাম হবে ‘খাদান’। এই ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে সৌমিতৃষাকে।
তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সৌমিতৃষা নিজেই। তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট করে জানিয়েছেন, তিনি এখনও পর্যন্ত এমন কোনও ছবিতে কাজ করছেন না।পোস্টে তিনি লিখেছেন, “যে ছবির সঙ্গে আমার নাম জড়াচ্ছে, সেটি আমি করছি না। খুব শীঘ্রই আমার নতুন কাজের আপডেট দেব। আমাকে ভালবাসতে থাকুন।”