কেন্দ্র রাষ্ট্রদ্রোহ আইন এবং বদলের নামে ঘুর পথে আরও নিষ্ঠুর এবং অবদমনকারী আইন আনছে। এমনই বিস্ফোরক অভিযোগ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য লোক চক্ষুর আড়ালে নাগরিক বিরোধী আইন আনছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রে ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারা কে বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। তিনটি আইন যথা ইন্ডিয়ান পেনাল কোড, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্র তৈরি করে ফেলেছে এই আইনের খসড়া ও। এবারে সেই খসড়াতে আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বুধবার মমতা সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে টুইটার হ্যান্ডেল এ যা লিখেছেন তা হলো এটা দেখার পর তিনি রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন। তার মতো আগে ছিল দেশদ্রোহী আইন তবে এখন ওই তুলে দেয়া আরো নিষ্ঠুর। উপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে আসাটা খুবই জরুরী শুধু খাতায় কলমে নয় মনের দিক থেকেও। তিনি অনুরোধ করেছেন দেশের বুদ্ধিজীবী এবং সচেতন নাগরিকদের এই বিষয়ে প্রতিবাদ করার জন্য।