নৈহাটিতে শতবর্ষ উপলক্ষে তৈরি হচ্ছে বড়মার নতুন মন্দির। তৈরি হচ্ছে সেই মন্দিরের জন্যই প্রায় সাড়ে চার ফুট কষ্টিপাথরের মূর্তি। ১০০ কোটি গয়না দিয়ে মায়ের মূর্তি উদ্বোধন করা হবে। ২৯ শে অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্দিরের উদ্বোধন করবেন।
রাজস্থানের শিল্পী ধর্মেন্দ্র সাউথ প্রায় তিন মাস ধরে এই কষ্টিপাথরের মূর্তি তৈরি করেছেন।এই প্রতিমা নিয়ে আসা হবে আগামী ২৫ শে অক্টোবর। এই পুজোর জন্য প্রায় ৩ কেজি রুপোর ঘট বসছে। মায়ের নিচে সাহিত্য থাকবে শিবের মুকুট ত্রিশূল।
আমি ২৬ শে অক্টোবর থেকে শুরু হবে মূর্তি পূজোর কাজ। ১২ জন ব্রাহ্মণ মিলে এই পুজোর কাজ করবেন। বারানসি থেকে আসছেন ব্রাহ্মণরা। ৫০ কেজি চন্দন কাঠ দিয়ে হবে পুজো সাথে চণ্ডীপাঠ রুদ্র পাঠ গীতা পাঠ থাকবে। আগামী 29 অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্দিরের দার খুলে দেবেন। এই মন্দিরের দোতলায় থাকছে প্রায় ৩০০ জনের মতন ভোগ খাবার জায়গা আবার তিন তলা এবং চার তলায় থাকবে বৃদ্ধাশ্রম এবং অতিথি নিবাস।