তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে বৃহস্পতিবার দিন রাজভবন চলো ডাক দিয়েছিলেন। কিন্তু রাজ্যপাল তার আগেই কলকাতা থেকে কেরলে চলে যান। সেখান থেকে তিনি দিল্লি যান আবার দিল্লি থেকে উত্তরবঙ্গে যান সেখানকার বন্যা পরিস্থিতি দেখার জন্য। যদিও পূর্বে এমনটা পরিকল্পিত ছিল না কিন্তু অভিষেক এই কথা ঘোষণার পরে ধনা দিতে বসে যান।
সেখানে কোন পোক্ত মঞ্চ ছিল না তড়িঘড়ি করে সেখানে মঞ্চের পাশে উক্ত তাবু খাটানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় যে সমস্ত কর্মীরা মঞ্চের সামনে বসে ছিলেন তারা বৃষ্টিতে ভিজে ছিলেন শুক্রবার তিনি দেখা গেল ওপরে পোক্ত ছাউনি তৈরি করা হয়ে গেছে। মঞ্চে যে থাকবে তার জন্য পর্দার ব্যবস্থা করা হয়েছে।
ধনাস্থলের দিকে শুক্রবার সকাল থেকেই ভিড় হতে শুরু করেছিল। বৃহস্পতিবার থেকে শুক্রবারে চিত্রটা কিছুটা আলাদা কারণ সেখানে বসানো হয়েছিল তিনটি জায়ন্ড স্ক্রিন। অবস্থান-বিক্ষোভের জায়গায় শুক্রবার দিন দেখা গেল প্রচুর হকার কে। যেমন ধর্মতলা থেকে শেকা পাপর বিক্রি করতে এসেছিল সিকান্দার সাউ। তার বিক্রিও খুবই ভালো হয়েছে তিনি জানালেন।