সাড়ে তিন বছর ধরে আদালতে মামলা চলছে। অবশেষে চলতি সপ্তাহে মুক্তি পাচ্ছে দীর্ঘ জটিলতা কাটিয়ে প্রবীর রায় পরিচালিত উত্তর কুমারের বায়োপিক যেতে নাহি দিব। ছবিতে উত্তম কুমারের বেশি বয়সের ভূমিকায় অভিনয় করছেন সুজয় নীল মুখোপাধ্যায়।
মহানায়কের এই লুক দেখে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। পরিচালক এই ছবিতে উত্তম কুমারের শৈশব থেকে বৃদ্ধ জীবন অব্দি জীবন তুলে ধরার চেষ্টা করেছেন। পরিচালক এই ছবিকে বায়োপিকের বদলে ডাকু-ফিচার বলতেই বেশি পছন্দ করেন। পরিচালক জানান তিনি সাত বছর উত্তম কুমারের সান্নিধ্যে থাকায় তার খুঁটিনাটি অনেক কিছুই জেনেছেন।
প্রাথমিকভাবে ২০১৯ সালে মুক্তি পাওয়ার কথা চলে এই ছবিটি কিন্তু পরিচালকের বক্তব্য অনেকেই না জেনে মনে করছে এই ছবিতে পরিচালক নাকি এই ছবিকে বদনাম করছে। ২০১৭ সালের ছবির শুটিং শুরু হয়েছিল তখন থেকেই শুরু হয়েছিল সংগ্রাম। সুজয় নীলে লুক দেখে অনেকেই কটাক্ষ করেছেন। পরিচালক জানিয়েছেন সানগ্লাস পড়ে সুজয় নীলকে বেশ মানিয়েছে।