বিগত কয়েক বছরে ওটিটি প্ল্যাটফর্মগুলো জনপ্রিয়তার তুঙ্গে। বিশেষ করে অতিমারির পর সিনেমাকে রীতিমতো টক্কর দিচ্ছে এই মাধ্যমগুলো। ভারতের বাঙালি দর্শকরাও এই ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চলেছেন। তারা এখন বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মগুলোর কনটেন্ট দেখতে পছন্দ করেন।
এই চাহিদাকে মাথায় রেখেই বাংলাদেশের প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’ এ বার ভারতে পা রাখতে চলেছে। বুধবার এই প্ল্যাটফর্মের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছে।
‘চরকি’র চিফ এগ্জ়িকিউটিভ অফিসার রেদওয়ান রনি বলেন, ‘‘আমরা বাংলা কনটেন্ট নিয়েই কাজ করি। শুরুটা করেছিলাম ঢাকা থেকে। তার পর দু’বাংলার প্রতিভা নিয়ে কাজের ইচ্ছা ছিলই।’’
ভারতে ‘চরকি’র যাত্রা শুরুর পর সাবস্ক্রিপশন পদ্ধতি আরও সহজ হয়ে যাবে বলে জানালেন রনি। ‘চরকি’র ভারতে যাত্রা শুরুর ফলে বাঙালি দর্শকরা আরও বেশি করে বাংলাদেশের কনটেন্ট উপভোগ করতে পারবেন। এতে দু’বাংলার সংস্কৃতির মধ্যে আরও বেশি সমন্বয় ঘটবে বলে মনে করা হচ্ছে।