বলিউড অভিনেতা রণবীর কপূরকে অনলাইন গেমিং গড়াপেটাকাণ্ডে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী শুক্রবার, ৬ অক্টোবর ইডির দফতে হাজিরা দিতে হবে অভিনেতাকে।
ইডির তদন্তে জানা গেছে, মহাদেব অনলাইন বেটিং চক্রের সঙ্গে যুক্ত একাধিক বলিউড অভিনেতা ও গায়ক। এই চক্রের মাধ্যমে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। সেই অভিযোগের তদন্তে অভিনেতা রণবীর কপূরকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।
রণবীর কপূর মহাদেব অনলাইন বেটিং চক্রের প্রচারক সৌরভ চন্দ্রকরের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের আরও অনেক তারকা। ইডি মনে করছে, এই অনুষ্ঠানের মাধ্যমে মহাদেব চক্রের সঙ্গে রণবীর কপূরের সমীকরণ তৈরি হয়েছে। তাই অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে তাঁর যোগাযোগের বিষয়ে জানতে চায় ইডি।
এছাড়াও, অনলাইন গেমিংকাণ্ডে গড়াপেটা সম্পর্কে অভিনেতা রণবীর কপূর কতটা জানতেন, সে বিষয়েও ইডি জানতে চায়।
রণবীর কপূরের এই তলব নিয়ে বলিউডে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিনেতাকে তলব করার খবর শুনে তাঁর অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।