কংগ্রেস এক সময় মনে করত বিজেপির কেজরিওয়ালকে বি- টিম বলে। কংগ্রেস আমলে দুর্নীতির প্রতিবাদ করতেই আম আদমি পার্টির জন্ম হয়েছিল। সাম্প্রতিককালেও একাধিকবার দিল্লির শাসক দলের সঙ্গে কংগ্রেসের সংঘাত দেখা গিয়েছিল। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল ২০২৪ এর লোকসভা ভোটের আগে সবকিছু ভুলে যেতে চাইছেন।
কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে দিল্লির মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোটের সঙ্গে গা ভাসানোর চেষ্টা করছেন। ইন্ডিয়া জোটের আসনে সবচেয়ে বেশি যে রাজ্যকে নিয়ে চিন্তিত তা হলো দিল্লি। লোকসভা ভোটে দিল্লিতে সাতটি আসন যার মধ্যে সাতটি বিজেপির সাংসদ। এন সি পি সুপ্রিম শরদ পাওয়ার একাধিক বার জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে আসন নিয়ে সমঝোতা করতে তিনি রাজি।
কেজরিওয়াল দিল্লিতে মোট সাতটি আসনের মধ্যে চারটি আসন কংগ্রেসের জন্য ছাড়তে রাজি। হযরত শূণ্য হয়ে যাওয়া দলকে ৪০ শতাংশ আসন ছাড়তে নারাজ শাসক দল। কিন্তু কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে কেন এত আগ্রহী কেজরিওয়াল? রাজনৈতিক মহলের ধারণা বিজেপির এই দাদাগিরি এবং প্রতিহিংসার বিরুদ্ধে লড়তে জাতীয় দল কি সঙ্গী হিসেবে চাইছেন অরবিন্দ