তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মঙ্গলবার দিন অনেক রাতে রাজভবন অভিযানের কথা জানিয়েছেন। আর সেই দিনকেই রাজ্যপাল রাজভবন ছেড়ে নিজের রাজ্য কেরলে চলে গিয়েছেন। রাজভবন সূত্রের খবর তৃণমূলের কর্মসূচির অনেকদিন আগে থেকেই কেরলে যাওয়ার ঠিক ছিল রাজ্যপালের।
অভিষেক মঙ্গলবার দিন জানিয়েছেন তাদের সামনাসামনি দাঁড়াতে পারবেন না বলেই রাজ্যপাল রাজভবনের পেছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়েছেন। ৫০ লক্ষ চিঠি নিয়ে দিল্লিতে তারা গিয়েছিলেন কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী মেনে নেয়নি এবার সেই চিঠিগুলো রাজ্যপালকে দেওয়া হবে। বৃহস্পতিবার দিন রাজ্যপাল কি সত্যিই ফিরবেন রাজভবনে? যদি এ বিষয়ে এখনও নিশ্চিত কোন খবর পাওয়া যায়নি।
রাজ্যপাল যেহেতু রাজ্যে সাংবিধানিক বিধি মেনে ই রাজ্যের দায়িত্ব নিয়েছেন একইভাবে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবেও তা কার্য পালন করছেন। সেই জন্যই রাজভবন এর সামনে কেন্দ্রীয় মঞ্চনার দাবিতে বিক্ষোভ দেখানো হবে।