আবারো দিল্লি যাবে তৃণমূল যদি বাংলার দাবি না মানা হয়। এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক লক্ষ মানুষ যাবে। এমনটাই ঘোষণা করলেন মঙ্গলবার দিন যন্ত্র মন্তর এর মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আবার তিনি কথা দিলেন জব কার্ড হোল্ডারদের আগামী ছয় মাসের মধ্যে ১০% সুদ সমেত তাদেরকে তাদের প্রাপ্য ফেরত দেবেন।
অভিষেক জানান ২০ লক্ষ টাকা আটকে রেখেছে মানুষের। তিনি প্রতিজ্ঞা করেছেন কুড়ি লক্ষ টাকা মানুষকে ১০% সুদ সমেত ফেরত দেবেন। কেন এই সুদের কথা আসছে তাও তিনি ব্যাখ্যা করে বলেছেন। দু’বছরে মূল্য বৃদ্ধির জোরে সুদ আছে সেটা কে দেবে। ছয় মাস অর্থাৎ ২০২৪ সালের ৩০ শে জুন ঘটনাচক্রে তার আগেই লোকসভা ভোট হয়ে যাবে।
অভিষেক জানান মুখ্যমন্ত্রী স্বশরিয়ে এই কর্মসূচিতে থাকার কথা ছিল তার প্রায় চোট লাগার কারণেই তিনি থাকতে পারেননি। অভিষেক চ্যালেঞ্জ করে বলেন 5 হাজার লোক এইবারে এসেছে আগামী দুই মাসের মধ্যে এক লক্ষ লোক নিয়ে এসে তারা আবার দিল্লিতে বৈঠক করবেন। বাংলায় ৪০ হাজার জব কার্ড হোল্ডারদের টাকা দিল্লি আটকে রেখেছে।