জন্ম থেকে বিপ্লবী চারুচন্দ্র বসুর হাত অসাড়। কিন্তু মনে সাহস ছিল অপরিসীম। তেমনই এক জনের খোঁজ ছিল পরিচালক অরুণ রায়েরও। ‘বাঘা যতীন’ ছবির জন্য খোঁজ চলছিল বিপ্লবী চারুচন্দ্রের। পাওয়াও গেল সঠিক মানুষ। নাম উজ্জ্বল ঘোষ।
হুগলির পুরশুড়া এলাকার রসুলপুল গ্রামের ছেলে তিনি। তাঁরও হাতে রয়েছে সমস্যা। কিন্তু সেই সমস্যা কখনও তাঁকে দমিয়ে রাখতে পারেনি। সাইকেল নিয়ে ঘুরে বেড়িয়েছেন প্রায় সারা দেশ। সাইকেল নিয়ে ঘুরে বেড়িয়েছেন পাহাড় পর্বত।
নেহাতই শখে ঘুরে বেড়ান তিনি। সেখান থেকে কোনও রোজগার করেন না। সাইকেল নিয়ে গিয়েছেন লাদাখেও। সঙ্গে আবার তিনি পরিবেশ রক্ষার বার্তাও দেন। বীজ বপন করেন। এই সাইকেলের সূত্র ধরেই চারুচন্দ্র হয়ে ওঠা উজ্জ্বলের।