সংগীতশিল্পী ইমন চক্রবর্তী লিলুয়ার বাসিন্দা ছিলেন পাকাপাকিভাবে সেখানকার অবস্থা দেখে তিনি আর চুপ করে থাকতে পারলেন না। তার প্রিয় লিলুয়া ভরে উঠেছে আবর্জনায়। আপাতত তিনি কলকাতায় থাকেন। কিন্তু তার বাবা সেখানে থাকেন। তাই তিনি সপ্তাহে তিন চার বার যাতায়াত করেই থাকেন।
এই প্রসঙ্গে সঙ্গীত শিল্পী ইমন জানান বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায় খুবই ভালো মানুষ তার সঙ্গে যোগাযোগ করায় তিনি সেই ভাবে কিছুই করেননি। তাই এমন মদন মিত্রের সঙ্গে কথা বলেছেন। ডেঙ্গি নিয়ে রাজ্যে বেশ উদ্বেগ বাড়াচ্ছে। সেই কারণেই প্রশাসনের তরফ থেকে তৎপর হওয়া উচিত সমস্ত আবর্জনা সরিয়ে পরিষ্কার করার।
গায়িকার মত ক্ষুব্ধ হয়ে কিছু ভিডিও পোস্ট করেছেন এবং লিখেছেন যে তাদের লিলুয়ার সামনের পুকুর পুরোটাই ভরে গিয়েছে ময়লা ফেলা হচ্ছে রীতিমত। প্রশাসনের তরফ থেকে কোনরকম কাজ করা হচ্ছে না। তাই তাদের লজ্জা লাগা দরকার এমনকি যারা ময়লা ফেলছে তাদেরও।