দিল্লিতে দুদিনের কর্মসূচি হবে সোমবার থেকে বাংলার বকে আদায় করতে। রবিবার দিন রাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শীর্ষ নেতার সঙ্গে। বর্ষিয়ান অভিনেতা সৌগত রায়ের দিল্লির বাসভবনে এই ভোজের আয়োজন করা হয়েছিল।
তৃণমূলের নেতৃত্বে জানানো হয়েছে দিল্লির রাজঘাটে গান্ধীর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। তারপর মঙ্গলবারে শুরু হবে যন্তর মন্তরের ধর্নার কর্মসূচি। আর এই দুদিনের কর্মসূচির মধ্যেই নতুন এক অভিযান তা হল সংসদ ভবন অভিযান। জানা গেছে ২ অক্টোবর রাজ ঘাটে দৌড় প্রতি মর্ম এবং নরেন্দ্র মোদি গান্ধীজীর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য যাবেন এবং সেখানে থাকবে করা নিরাপত্তা। এরই মধ্যে তৃণমূলের কর্মসূচি কতটা স্বার্থক হবে সেই নিয়ে ভাবাচ্ছে।
গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরাজ সিংহের সঙ্গে দেখা করার কথা রয়েছে কিন্তু তিনিও দেখা আদর করবেন কি না জানা যায়নি। অভিযোগ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দিল্লি চলো কর্মসূচির মাধ্যমে বাংলার মানুষ বুঝতে পারবেন তারা কতটা বঞ্চিত সবকিছু থেকে। মঙ্গলবার দিন বিকেল চারটে নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানাবেন চূড়ান্ত সিদ্ধান্ত।