বঙ্গ সিপিএমের নিচু তলায় বিস্তর ক্ষোভের বিস্তার করেছিল পাটনা ব্যাঙ্গালুরু মুম্বাইয়ে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে বৈঠকে সিতারাম ইয়েচুরির উপস্থিতি। শনিবার দিন স্পষ্ট জানিয়ে দিলেন রাজু সিপিএমের facebook পেজ থেকে রাজ্য সম্পাদক সেলিম ইন্ডিয়া নামের কোন ভোট হবে না, বাংলায়।
সেলিম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বাংলায় তৃণমূল এবং বিজেপির ২ এর বিরুদ্ধেই তাদের একত্রিত হয়ে লড়তে হবে। রাজ্য সম্পাদক সেলিম জানান কোন রকম সমঝোতা নিয়ে আলোচনা হয়নি। কংগ্রেস ও আইএসএফের সঙ্গে পুজোর পরে আলোচনা শুরু হবে। তার কথায় বিজেপি বিরোধী দল ইন্ডিয়া আলোচনা করতে পছন্দ করেন ফাইভস্টার হোটেলে গিয়ে রাস্তায় নামতে চান না।
তার কথায় বিজেপির বিরুদ্ধে লড়তে হলে রাস্তায় নেমে কাজ করতে হবে। ইন্ডিয়া সমন্বয়ে ১৪ নম্বর জায়গাটি বামেদের জন্য খালি রাখা হয়েছিল। কিন্তু দলের পলিটবুড়ো স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের কোনরকম সমন্বয় সিপিএম থাকবে না।