ভেঙে দেয়া হয়েছে রাজ্য দপ্তরে তার বসার ঘর। তবুও দিলীপ ঘোষ মুরলী ধর সেন লেনের দপ্তরেই যাবেন। শুক্রবার দিন সেই মতন ই দিলীপ ঘোষ সেই দপ্তরে যান। পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে অভিমানী দিলীপ জানান তিনি রাস্তায় বসে চা খান তাই তার বসার চিন্তা নেই।
তার এই কথা থেকে সাফ বোঝা যাচ্ছে তার কোন বসার জায়গা নেই কারণ তিনি সাধারণ মানুষের কর্মী। তাই তিনি সল্টলেকের ঝা চকচকে পার্টি অফিসে যাননি। মেদিনীপুরের সাংসদ মুরলীধরসেন লেনের অফিসে জান কারণ সেখানে সাধারণ মানুষের অবারিত দ্বার। তিনি পুরনো রাজ্য দপ্তরে এসে দোতলা বিল্ডিং এ তার পাশের ঘরে নিয়ে বসলেন।
দিলীপবাবুর ঘরে চেয়ার টেবিল আয় করে রাখা রয়েছে। এই দিন তার রাজ্য দপ্তরের হল ঘরে বসার কথা ছিল কিন্তু উত্তর কলকাতার জেলার তাকে সোজা নিয়ে যায় দোতলায়। আবার এই দিন সকালেই রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী মুরলীধরসেন লেনে এসেছিলেন পরিস্থিতি দেখার জন্য। দুই প্রাক্তন রাজ্য সম্পাদক দিলীপ ঘোষ এবং রাহুল সিনহার ঘর ভেঙে দেওয়া হয়েছে। যদিও দিলীপ ঘোষ এলে তার জন্য আলাদা করে কোন বসার ঘরের ব্যবস্থা করা হয়নি।