ইতিমধ্যেই যথেষ্ট জটিলতা তৈরি হয়েছে বকেয়া আদায়ের দাবিতে। পূর্ব রেল ট্রেন দিতে পারেনি আগাম আবেদন করা সত্ত্বেও। অগ্রিম টিকিট কাটা সত্বেও ট্রেন দিতে না পারায় একাধিক পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
যদিও তার বিকল্প ব্যবস্থা করা হয়েছে। অভিষেকের একটাই কথা যে করে হোক বাংলার বকেয়া সে ফিরিয়ে আনবেই।অভিষেক এই দিন জানান,” কোনরকম ভাবেই আমাদেরকে আটকানো যাবে না। বাংলার বকে ফিরিয়ে আনবই। কেউ রুখতে পারবে না। দুই এবং তিন অক্টোবর এর কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তিনি জানিয়েছেন।
এর সঙ্গে সঙ্গেই মোদি সরকারকেও হুঁশিয়ারি দিয়েছেন যে এই কর্মসূচিতে যদি কারোর গায়ে হাত ওঠে তাহলে তৃণমূলও ছেড়ে কথা বলবে না। সব মিলিয়ে দিল্লি চলো মূল উদ্যোক্তাদের এক ভোকাল টনিক।এই আন্দোলনের সুনির্দিষ্ট পথপ্রদর্শকারী।