দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আজ উল্টোডাঙ্গা থানার উদ্যোগে ১০৯৩তম রক্তদান শিবির শুরু হয়েছিল। বিখ্যাত গায়ক শ্রী নচিকেতা, যুগ্ম কমিশনার (ট্রেনিং) জনাব মেহমুদ আক্তার আইপিএস এবং ইএসডির ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার শ্রী রাহুল দে শিবিরের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি ইএসডি (টু) শ্রী অরুময় মুখার্জি, সহকারী কমিশনার শ্রী শুভেন্দু অধিকারী সহ ইএসডি বিভাগের বিভিন্ন থানার অ্যাডিশনাল ওসিগণ। পরে মানিকতলা থানার ওসি মিনাল মুখার্জি, শ্রী সৈকত নিয়োগী ওসি থানা, মানিকতলার প্রয়াত বিধায়ক সাধন পান্ডের পত্নী শ্রীমতি সুপ্তি পান্ডে, ১৩ নম্বর ওয়ার্ডের পৌর পিতা ও বড় চেয়ারম্যান অনিন্দ্য রাউত, ১২ নম্বর ওয়ার্ডের পৌর মাতা ডক্টর মিনাক্সি গাঙ্গুলী, তিন নম্বর ওয়ার্ডের পৌর মাতা শ্রীমতি দেবিকা চক্রবর্তী এবং ৫ নম্বর ওয়ার্ডের এবং বড় ২ এর চেয়ারম্যান শ্রী তরুণ সাহা উপস্থিত ছিলেন। এছাড়াও বিশিষ্ট সমাজসেবী ও ডাক্তার প্রসূন ঘোষ ও বেদাজ্ঞ শ্রী অজয় ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
বিশিষ্ট শ্রীমতি অনন্যা চ্যাটার্জি (চেয়ারপারসন, পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন) এই রক্তদান শিবির সম্বন্ধে তার বক্তব্য রাখেন। বৃষ্টির কারণে অনেক রক্তদাতা সময়মতো শিবিরে আসতে পারেননি। তবে পুলিশ কর্মী সহ মোট ৯১ জন রক্তদাতা তাদের অমূল্য রক্ত দান করেন।
উল্টোডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শ্রী সুবর্ণ দত্ত চৌধুরীকে এই সফল রক্তদান শিবিরের জন্য ধন্যবাদ জানানো হয়। থানার বিভিন্ন অফিসাররা তাদের সংগীতের মাধ্যমে শিবিরকে আরও বর্ণময় করে তোলেন।