ইতিমধ্যেই দামামা বেজে গিয়েছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের। বিজেপি এরই মধ্যে বড় ধাক্কা। দলের প্রাক্তনী শিরোমনি অকালে দলে ফেরার যে নতুন করে সম্ভাবনা তৈরি করেছিলেন তা নেই। পরিষ্কার করে দিয়েছে অকালি দল যে বিজেপির সঙ্গে আর হাত ধরবে না।
বুধবার এই দলের বর্ষীয়ান নেতা নরেশ গুজরাল জানিয়েছেন ২০২৪ সালে তারা নতুন করে বিজেপির সঙ্গে জোট বাধার কথা ভাবছেন না। কারণ তার দাবি অকালি দলের সংসদ হর সিমরক কৌর বাদল সভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে যে ভাষণ দিয়েছিলেন তা থেকে স্পষ্ট বোঝা গিয়েছে যে তারা আর জোট বাধতে চান না
কিন্তু অকালি দল কেনই বা জোট বাধতে চায় না বিজেপির সঙ্গে? উত্তরে বলেন শিরোমনি অকালি দল হল স্থানীয় দল। কিন্তু তাদের লক্ষ্য হলো পাঞ্জাব। রাজ্যে দলের অবস্থানকে মজবুত করায় তাদের লক্ষ্য। পাঞ্জাবের হই তারা থাকবে পরে নির্বাচনের জন্য তারা তাকিয়ে রয়েছে।