মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আগামী দু সপ্তাহের মধ্যেই ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে এমনটাই আশা করছেন। তিনি মঙ্গলবার দিন নবান্নে বলেন রাজ্য সরকারের মূল লক্ষ্যই হল ডেঙ্গুকে নিয়ন্ত্রণে আনা। রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি একটাই বার্তা জানান,’ অযথা আতঙ্কিত হবেন না সতর্ক থাকুন।’
মঙ্গলবার দিন জানা গিয়েছে সূত্র মারফত আরো দুই হাজার রাজ্যবাসী ডেঙ্গুতা আক্রান্ত হয়েছেন। রাজ্য সচিব এই তথ্য পেশ করেই জানান ডেঙ্গুর প্রকোপ ক্রমশ কমছে। পুরসভার বাইরের এলাকায় হল মাথা ব্যাথার মূল কারণ। তাই সেখানে পাখির চোখ করে ইতিমধ্যেই কাজ করা শুরু করে দিয়েছে। তাই রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি নির্দেশ দেন অযথা ভয় পাবেন না। জ্বর হলে ফিভার পিনিকে গিয়ে টেস্ট করে আগে দেখতে কি হয়েছে অ্যান্টিবায়োটিক আগেই না নেওয়ার পরামর্শ দিয়েছেন।
রাজ্য সচিব জানান স্বাস্থ্য দপ্তরের সঙ্গে শুরু করে অনেকেই কাজ শুরু করে দিয়েছে। কলকাতা সহ বহু জায়গায় ইতিমধ্যেই ওষুধ লাগানো মশারি বিলি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে এক লক্ষ মেডিকেটেড মশারি বিলি করা হয়েছে আরও 5 লক্ষ বিলি করা হবে।