দুইজন দুই মতে বিশ্বাসী রাজনীতির মঞ্চে। তারাই অবশ্য সিনেমা জগতে একে অপরের সহকর্মী। অনুপম খের এর দেখা হল বাংলার বাঘা যতীনের সঙ্গে। সেই ছবি শেয়ার করলে সোশ্যাল মিডিয়ায়। এর সঙ্গে তিনি জানালেন দেব তার প্রিয় অভিনেতা।
ভারতের ইতিহাসে স্বাধীনতা সংগ্রামে এক বিশাল যোদ্ধা ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। শোনা যায় তিনি নাকি একাই ছুরি নিয়ে বাঘ মেরেছিলেন। সেই কারণেই বাঘাযতীন বলে তাকে ডাকা হতো। এমন বিপ্লবী চরিত্র শুধু বাংলা নয় সারা দেশে নিয়ে আসতে চলেছেন দেব। আগামী ১৯ শে অক্টোবর মুক্তি পাবে বাংলায় তারপর ২০ অক্টোবর মুক্তি পাবে সারাদেশে হিন্দিতে।
মঙ্গলবার দিন অনুপম খের দেবের সঙ্গে এক সাক্ষাতের ছবি তুলে লেখেন বিমানবন্দরে দেবের সঙ্গে তার দেখা হল। তিনি বাঘাযতীন সিনেমার জন্য পুরো টিমকে শুভেচ্ছা জানিয়েছেন। দেব জানালেন এর উত্তরে তিনি খুবই আপ্লুত হ্যাঁ খেয়েদেয়ে তাড়াতাড়ি অনুপম খেরের মতন এক অভিনেতার সঙ্গে সাক্ষাৎ হয়।