কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্র পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মিটলেই সংশোধিত নাগরিকত্ব আইনের তোর জোর শুরু করতে পারে। শোনা যাচ্ছে মোদি সরকার ২০২৪ সালের লোকসভা ভোটের আগেই সিএ বিধি কার্যকর করে দিতে পারে।
২০১৯ সালে কেন্দ্র সংসদে সিএএ পাস করায়। ২০১৯ সালের ১২ ই ডিসেম্বর সংশোধিত নাগরিকত্ব আইনের বিধি জারি করা হয়েছিল। তারপরে কেন্দ্র এই বিধির জন্য একটি কমিটিও গঠন করেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একবার নয় দুবার নয় সাত বার আইন সংশোধন করার জন্য সময় নিয়েছিল। প্রায় চার বছর কেটে গিয়েছে আইন পাস করানোর পর।
কেন্দ্র ২০২৪ সালের লোকসভা ভোটের আগে সি এ একে কার্যকর করতে চাইছে। ২০১৪ এবং ২০১৯ সালে ভোটের আগে সিএকে কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও সেই প্রতিশ্রুতি রাখা হয়নি এবার এই ২০২৪ সালে লোকসভা ভোটের আগে তা চেষ্টায় রয়েছে।