নতুন করে ভারত কানাডার সম্পর্কে শিরোনামে উঠে এসেছে খলিস্তানিদের আন্দোলন। এই আন্দোলনে আন্দোলনকারীরা ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে শিখদের নিয়ে আলাদা রাষ্ট্র গঠন করতে চান। ইন্দিরা গান্ধীর হত্যাকান্ডে খলিফতানিদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তারপরেই প্রধানমন্ত্রী হন তার একমাত্র পুত্র রাজীব গান্ধী।
গুলিস্তানিদের দমন করতে রাজীব গান্ধী গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড ওন উইন্স ওরফে র কে ব্যবহার করেছিলেন রাজীব। প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন সেখানকার আধিকারিকদের। শোনা গিয়েছিল খলিস্তানিদের মদদ দিচ্ছিল পাকিস্তান। পশ্চিম সীমান্ত এসে খলিস্তানিদের অস্ত্র এবং প্রশিক্ষণও দেওয়া হতো পাকিস্তানের তরফ থেকে।
প্রধানমন্ত্রীর রাজি খলিস্তানিদের ঠেকাতে প্রত্যাগাতের নির্দেশ দিয়েছিলাম। তিনি গোপন দল দুটো তৈরি করেছিলেন। গোপনে লাহোর করাচিতে হামলা চালানো হতো এই দলের তরফ থেকে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য।