তিনটে খুন ঘটে গিয়েছে শহরের বুকে আর এই তিনটে খুনেরই একই প্যাটার্ন। কলকাতা পুলিশ তারপরেও এই সিরিয়াল কিলারকে ধরতে পারেনা। কোনরকমই ক্লু খুঁজে পাচ্ছে না খুনিকে ধরার জন্য। শেষ পর্যন্ত প্রবীর রায়চৌধুরীর ওপর এই কেসের দায়ভার এসে পড়ে। তার সঙ্গী হন পোদ্দার।
২০১১ এর পর ২০২৩ এ আবারো প্রবীর রায়চৌধুরী হয় ফিরল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার সেই একই রকমের চলন বলন কথাবার্তা বাবু নয় স্যার তিনি সেটা বুঝিয়ে দিলেন। প্রবীর রায়চৌধুরীর সঙ্গে প্রাগকত নেই দেখা গেল তার ডালে ভাতে অরুচি তিনি বিরিয়ানি চেয়ে খাচ্ছেন।
এই রহস্যজনক পুরুষের খোঁজ দিয়েছেন জয়া হাসান। তার হাত ধরে পুলিশ খুঁজে পায় অপরাধীকে। যীশু আসলে কিসের অভিনয় করছেন বিষ্ণুর কি তবে দশম অবতার নাকি খুনি? পুজোর ঠিক আগেই অর্থাৎ ১৯ শে অক্টোবর মুক্তি পাচ্ছে সৃজিতের এই দশম অবতার ছবিটি।