ভারতের ইউপিএসসিকে সবচেয়ে কঠিনতম পরীক্ষার মধ্যে একটি ধরা হয়। প্রতিবছর লাখ লাখ ছেলে মেয়ে এই পরীক্ষায় বসে। কিন্তু উত্তীর্ণ হয় মাত্র কয়েকজন। এমন পরিস্থিতি অতি দরিদ্র ঘর থেকে আসা পরীক্ষার্থীতে উত্তীর্ণ হওয়া সত্যিই অনেক কঠিন হয়ে যায়।
তিনি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে ২০১৭ সালে রিলায়েন্সে চাকরি শুরু করেন। কিন্তু বিশাল এর শিক্ষক চেয়েছিল সে চাকরি ছেড়ে ইউপিএসসি প্রস্তুতি নিক। তিনি চাকরি ছেড়ে দেওয়ায় তার বাড়ির আর্থিক অবস্থা মোটেই ভালো ছিল না সেই কারণে তার ফিস ভরার মতন টাকা ও তার কাছে ছিল না তার শিক্ষক গৌরী শংকর তাকে সাহায্য করেছিলেন।
বিশালের বাবা সব সময় চাইতেন যে তার ছেলে বড় হোক এবং একটা ভালো চাকরি করুক তাই সবার কথা মাথায় রেখেই বিশাল খুব ভালো মতন পড়াশোনা শুরু করে এক চেষ্টাতেই ইউপিএসসি পাশ করেন। বিশালের মা এবং শিক্ষক খুবই খুশি তার এই সাফল্যে।