পাঁচ বছর পর বিদেশ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেন, দুবাই এবং দুটি শহরে ১২ দিনের সফর শেষে শনিবার কলকাতায় ফিরলেন তিনি।
দেশে ফেরার পর বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেন, “সফর সফল। বিনিয়োগ আসছে।” তিনি আরও বলেন, “মাদ্রিদ, বার্সেলোনা এবং দুবাইতে আমরা বাণিজ্য সম্মেলন করেছি। ফিকি এবং ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স সবটা আয়োজন করেছিল। এত সফল কর্মসূচি আমি খুব কম দেখেছি।”
মুখ্যমন্ত্রীর সফরের মূল লক্ষ্য ছিল বিনিয়োগ আকর্ষণ করা। তিনি তিনটি শহরে তিনটি শিল্প সম্মেলন করেন। এছাড়াও, তিনি প্রবাসী বাঙালি তথা ভারতীয়দের সঙ্গেও মিলিত হন। স্পেনের মাদ্রিদ এবং বার্সেলোনায় মুখ্যমন্ত্রী বইমেলারও উদ্বোধন করেন। তিনি স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের সঙ্গেও বৈঠক করেন।
দুবাইতে মুখ্যমন্ত্রী লগ্নি আনার জন্য প্রবাসী ভারতীয়দের সঙ্গে বৈঠক করেন। তিনি ভারত-সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের জন্যও কাজ করেন। মুখ্যমন্ত্রীর সফরকে অনেকে সফল বলে মনে করছেন। তারা বলছেন, এই সফরের মাধ্যমে বাংলায় বিনিয়োগের সম্ভাবনা বাড়বে।