সিদ্ধান্ত থমকে রয়েছে ইন্ডিয়া জোটের আসন সমঝোতা নিয়ে। এই জোটের সবচেয়ে বড় দল কংগ্রেস এই নিয়ে উদ্যোগী না হওয়ায় এখনো তা এগোইনি। তবে এই আসুন সমঝোতা নিয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে তিনি কথা বলবেন।
ইন্ডিয়া জোটে থাকা অধিকাংশ দলই দ্রুত আসন সমঝোতা সেরে ফেলতে চাইছে। মুম্বাইয়ে যে জোট হয়েছিল সেখানে তৃণমূলের সাথে সাথে আম আদমি পার্টি আর জে ডি এটাই চাইছে যে যত দ্রুত সম্ভব আসন ভাগাভাগি হয়ে যাক।
লোকসভা নির্বাচন এগিয়ে আসছে তাই বিজেপি বুঝে গিয়েছে যে মোদী ম্যাজিক কোনো রকমই কাজ করছে না। এই কারণেই বিজেপির তরফ থেকে একে পর এক চমক দেয়ার চেষ্টা করা হচ্ছে। মহিলা সংরক্ষণ বিল পাস করানো হবে আবার আসছে বছরে জানুয়ারি মাসে উদ্বোধন হবে রাম মন্দির। এইসব করেই বিজেপি চেষ্টা করছে লোকসভা নির্বাচনে জিতে যাওয়ার।