কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে এবারে কুলির অবতারে দেখা গেল। হঠাৎ করে বৃহস্পতিবার দিন সকালবেলায় দিল্লির আনন্দবিহার রেলস্টেশনে তাকে দেখা যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে তাকে নীল রঙের একটি ট্রলি ব্যাগ মাথায় করে তুলে নিতে। রেল স্টেশনে কুলিদের সুবিধা-অসুবিধা নিয়েও কথা বললেন তিনি।
টুইটার হেন্ডেলে জানানো হয়েছে আসলে ভারত জোড়োযাত্রা এখনো চলছে। এর আগেও রাহুল গান্ধীকে অনেক মানুষের সঙ্গে বিভিন্ন পেশায় তাদের হাতে হাত লাগাতে দেখা গিয়েছে। এর আগেও তিনি জুন মাসে দিল্লির কারল বাগ এলাকায় একটি গ্যারেজে মিস্ত্রির সঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল।
এর আগেও রাহুলকে একাধিকবার শ্রমিক এবং কৃষকদের সঙ্গে জনসংযোগ মূলক কাজে দেখা গিয়েছে একবার তিনি দিল্লি থেকে চন্ডিগড় পর্যন্ত পুরো সফর ট্রাকে ফিরেছিলেন। ট্রাক চালকদেরও সমস্যা বোঝার চেষ্টা করেন তিনি। জুলাই মাসে হরিয়ানার একটি গ্রামে দেখা গিয়েছিল প্যান্ট গুটিয়ে কৃষকদের সঙ্গেই রাহুল চাষের কাজে হাত লাগাচ্ছিলেন। আবার খাটিয়ায় বসে কৃষকদের জন্য আনা খাবার একসঙ্গে বসে ভাগ করে খেলেন।