২৪ বছর বয়সী বন্দনা প্রথম প্রচেষ্টাতেই বিনা কোনো নির্দেশনায় আইএএস পরীক্ষায় অষ্টম স্থান অর্জন করেছেন। তিনি হিন্দি মাধ্যমের শিক্ষার্থীদের মধ্যে প্রথম।
বন্দনা ঘরে বসে একা পড়াশোনা করেছেন। গোটা এক বছর তিনি ঘর থেকে বের হননি। শুধুমাত্র বই পড়েছেন। এমনকি পড়াশোনার সামগ্রী কিনতেও বাজারে যাওয়ার প্রয়োজন হতো না তার। তার একমাত্র লক্ষ্য ছিল আইএএস হওয়া। আর সেই লক্ষ্য অর্জনে তিনি ছিলেন অবিচল।
বন্দনার গল্প হল স্ব-বিশ্বাস ও নিষ্ঠার এক মহান প্রেরণা। তার গল্প প্রমাণ করে যে, দৃঢ়তা ও পরিশ্রম থাকলে যে কোনো বাধা পেরিয়ে স্বপ্ন পূরণ করা সম্ভব।