মঙ্গলবার প্রকাশিত হয়েছে ইউপিএসসির রেজাল্ট আর সেখানে 19 তম জায়গায় নাম রয়েছে শ্বেতা আগারওয়াল এর। হুগলির ভদ্রেশ্বরে শ্বেতার বাড়ি। শ্বেতা গত বছর এই একি পরীক্ষা দিয়ে আইপিএস আইপিএস এর সুযোগ পেয়েছিলেন। কয়েকদিন আগেই জানতে পেরেছিলেন সে তা পশ্চিমবঙ্গে ক্যাডার হিসেবে কাজ করবেন।
এরই মধ্যে খবর এলো শ্বেতা আইএএস এর জন্য সিলেক্ট হয়েছেন। তার বয়স মাত্র ২৯ বছর। খুশিতে ভরে উঠেছে পরিবার। তার বাবার সন্তোষ আগরওয়ালে হুগলিতে ধুকতে থাকা শিল্পের মধ্যেই একটি ছোট মুদিখানার দোকান ছিল যদিও কখনো মেয়েকে অভাব বুঝতে দেন নি। প্রথম থেকেই মেয়ের পড়াশোনার জন্য বরাবরই উৎসাহ দিতেন বাবা।
বাবা এবং মায়ের পড়াশোনা বারোর গণ্ডি পেরোতে পারেনি কিন্তু মেয়ে ছোট থেকেই ৯০% কম নাম্বার পায়নি। তাই বাবা-মায়ের একটা আশা জেগেছিল তাকে নিয়ে। আজ মেয়ের সাফল্যে চোখের জল ধরে রাখতে পারেননি মা বাবা। মেয়ের মধ্যে দিয়েই প্রতিদিন তিনি নিজেকে বলেছে ফাইট সন্তোষ ফাইট।