কোলে রয়েছে সদ্যোজাত তাকে ঘাড়ে করে নিয়েই সই করছেন। সমাজ মাধ্যমে সেই ছবি রীতিমতো ভাইরাল। কেরলের রাজধানী তিরুমন্তপুরমের সিপিএম পরিচালিত পুরো বোর্ডের মেয়র। তার নাম আর্যা রাজেন্দ্রন।
গত দশই আগস্ট আর্যা সন্তানের জন্ম দিয়েছেন। তারপর থেকে তিনি বাড়িতেই ছিলেন। কিন্তু পরের পর ফাইল জমা পড়ে যাচ্ছিল। শনিবার দিন কোলে এক মাসের মেয়েকে নিয়ে হাজির হলেন মেয়র দপ্তরে। তিনি আধিকারিকদের সঙ্গে কথাবার্তাও বলেন। কেরলে আবার নতুন করে নিপা ভাইরাসের মাথা ছাড়া দিচ্ছে।
আযার মাত্র ২৪ বছর বয়স তিনিই হলেন দেশের সর্বকনিষ্ঠ মেয়র। তার স্বামী শচীন দেব হলেন কেরলের সর্বকনিষ্ঠ বিধায়ক। দলের কাজ করতে করতেই একে অপরের সঙ্গে বন্ধুত্ব হয়ে প্রেম হয়, গত সেপ্টেম্বরে তারা বিয়ে করেছেন। এই তরুণ দম্পতি মেয়ের নাম রেখেছেন দুয়া।