ছোটবেলা থেকেই দারিদ্রতা কে খুব কাছ থেকে দেখেছেন। কিন্তু কোন কিছুতেই মাথা নেওয়ার নি। নিজের লক্ষ্যে ছিলেন স্থির। তাই আজ লক্ষ্য পূরণ করতে পেরেছেন অনুরাধা পাল।
ভারতের মধ্যে সবচেয়ে কঠিনতম পরীক্ষার্থীগুলির মধ্যে সিভিল সার্ভিস একটা ধরা হয় এটা পাস করলেই আইপিএসআইএসদের জন্য আলাদা করে পরীক্ষার ব্যবস্থা করা হয়। প্রতিবছরই অসংখ্য ছেলে ও মেয়ে সিভিল সার্ভিস এর জন্য পরীক্ষার বসেন কিন্তু সেখানে সিট থাকে হাজারো কম। অনুরাধার বাবা দুধ বিক্রি করতে সেখান থেকেই তিনি ভালো পড়াশোনা করার জন্য দিল্লিতে এসেছিলেন।
তার স্বপ্ন ছিল আইএস অফিসার হওয়ার কিন্তু এতটাই দরিদ্র যে তাকে টেক মাহিন্দ্রায় চাকরি করার জন্য ঢুকতে হয়। কিন্তু সেখানে চাকরি করে তার পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছিল না তাই তিনি সেই চাকরি ছেড়ে একটি কলেজে গেস্ট লেকচারার হিসেবে কাজ করতে থাকেন তারপরেই তিনি তার স্বপ্নের দিকে এগিয়ে গিয়েছেন। আজ তিনি একজন আইএএস অফিসার।