সোমবার থেকে শুরু হয়েছে সংসদের পাঁচ দিনের বিশেষ অধিবেশন। এই অধিবেশনে মোট আটটি বিল পেশ করার কথা কেন্দ্রের। কিন্তু নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিলটি বাদ দেওয়া হয়েছে।
সংসদের অধিবেশন শুরুর দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডাকলেন। এই বৈঠকে বিশেষ অধিবেশনে বিল পেশ এবং পাশ করানোর বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী মোদী বলেন, “দেশের মধ্যে একটা নতুন আত্মবিশ্বাস দেখা যাচ্ছে।” তিনি চন্দ্রযান-৩ এবং জি২০-র সাফল্যও উল্লেখ করেন। বিরোধী দলগুলি এই অধিবেশনে সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করবে বলে মনে করা হচ্ছে।