বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রীলংকার প্রেসিডেন্ট রনির বিক্রম সিংহের কাল্পনিক কথোপকথন নিজের এক্স টুইটার হেন্ডেলে লিখেছিলেন। তৃণমূল এবারে তা নিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকে নালিশ জানালো। রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায় বিদেশ মন্ত্রক কে চিঠি লিখে ব্যাপারটা দেখার কথা বলেছেন।
স্পেনে যাওয়ার পথে বিমানবন্দরে মমতার সঙ্গে দেখা হয়ে যায় প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে। তারা দুজনের সঙ্গেই দুজনে সৌজন্য বিনিময় করেছেন নভেম্বর মাসে মমতা তাকে আহ্বান জানিয়েছেন। বিক্রম সিংহ মমতার উদ্দেশ্যে বলেন,” আপনি কি বিরোধী জোটকে নেতৃত্ব দিতে চলেছেন?” মমতাকে তার জবাবে বলতে শোনা যায়, “ও মাই গড”।
শুভেন্দু অধিকারী, এই মন্তব্যকেই নিজের ভাষায় বেশ কিছুটা বিকৃত করে লিখেছেন। তিনি লিখেছেন আপনি কি রাজনৈতিক অর্থ সংকটের মধ্যে দিয়ে নেতৃত্ব দিয়ে নিয়ে যাচ্ছেন উত্তরে নাকি মমতা জানিয়েছেন আপনারা যদি এমন অবস্থা হয়ে থাকে তাহলে আমি বাজার থেকে আরো টাকা ধার নিতে পারি। এর বিরুদ্ধেই তৃণমূল বিদেশ মন্ত্রকের কাছে নালিশ করেছে।