উপাচার্য নিয়োগ নিয়ে সংকট কাটাতে হবে খুব জলদি রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে এমনটাই জানানো সুপ্রিম কোর্ট। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতির জন্য রাজ্য এবং রাজ্যপাল কে এক হয়ে উদ্যোগী হতে হবে এমনটাই জানিয়েছে উচ্চ আদালত।
সুপ্রিম কোটি আগামী 25 সেপ্টেম্বর এই কমিটি গঠন করে দেবে। সদস্যের নাম জানার পর প্রতিটি সদস্য থেকে তিনজনের সমান সংখ্যক সদস্যদের সার্চ কমিটি গঠন হবে। এই কমিটি একজন স্থায়ী উপাচার্যের নাম স্থির করবে।
রাজ্যপালের অস্থায়ী উপাচার্য নিয়ে স্থগিতাদেশ চেয়েছিল রাজ্য। কিন্তু সুপ্রিম কোর্ট এ বিষয়ে কিছু বলেনি। অর্থাৎ রাজ্যপালের অস্থায়ী উপাচার্যরা আপাতত বহাল থাকছে। রাজু পাল যে অবস্থায় উপাচার্যদের নিয়োগ করেছিল তাদের বেতন বন্ধ করে দেয় রাজ্য সরকার। তাদের বক্তব্য একা সিদ্ধান্ত নিতে পারেন না আচার্য এ বিষয়ে।