নিজের লক্ষ্যে পৌঁছাতে সাফল্য আর কঠোর পরিশ্রমের কোন বিকল্প নেই।ভারতের ইউপিএসসিকে সবচেয়ে কঠিনতম পরীক্ষার মধ্যে একটি ধরা হয়। প্রতিবছর লাখ লাখ ছেলে মেয়ে এই পরীক্ষায় বসে। কিন্তু উত্তীর্ণ হয় মাত্র কয়েকজন। এমন পরিস্থিতি অতি দরিদ্র ঘর থেকে আসা পরীক্ষার্থীতে উত্তীর্ণ হওয়া সত্যিই অনেক কঠিন হয়ে যায়।
রাজস্থানের জয়পুরের ছেলে শুভম। ক্লাস সেভেন পর্যন্ত সেখানেই পড়াশোনা করে আর্থিক অনটনের জন্য তাদের চলে আসতে হয়েছিল মহারাষ্ট্রের চট্টগ্রামে সেখানে এসেও পড়তে হয়েছিল বিপদে। অনেক কষ্ট করে তিনি পড়াশোনা শেষ করেছিলেন তারপরে বাবার জুতোর দোকানে তিনি কাজ করতেন। কিন্তু তাতেও তার লক্ষ্য থমকে যায়নি।
২০১৫ সাল থেকে তিনি ইউপিএসসির জন্য তৈরি হওয়া শুরু করেন ২০১৬ সালে তিনি ৩১৬ রেংক করেন। আরো ভালো ফলের জন্য তিনি 2017 সালে আবারো পরীক্ষা দেন কিন্তু তাদের তিনি মেন্স পাস করতে পারেননি ইউপিএসসি পরীক্ষার সাথে সাথে তিনি আইএস হওয়ার প্রস্তুতিও শুরু করেন। আইএস হওয়ার তালিকায় টপার দের মধ্যে ৬ নম্বরে নাম আসে তার।