স্পেনের রাজধানী মাদ্রিদে প্রাতঃভ্রমণের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি নতুন সিদ্ধান্তের খবর পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদের বিশেষ অধিবেশনে একটি নতুন বিল আনতে যাচ্ছে কেন্দ্র। এই বিলে মুখ্য নির্বাচন কমিশনার (CEC) নিয়োগ কমিটিতে প্রধান বিচারপতির পরিবর্তে আরেক কেন্দ্রীয় মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হবে।
এই সিদ্ধান্তের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “মগের মুলুক নাকি! বিনাশকালে বুদ্ধিনাশ হচ্ছে।” তিনি আরও বলেন, “এই বিল দিয়ে কেন্দ্রীয় সরকার বিচারব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে।”
এই বিলকে কেন্দ্র করে বিরোধীরা সংসদে ঝড় তুলবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা করেন। তিনি INDIA জোটের সকল প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে এবং সর্বাত্মকভাবে এই বিলের বিরোধিতা করার নির্দেশ দেন। তিনি লোকসভা এবং রাজ্যসভার সিনিয়র সদস্যদের সঙ্গেও কথা বলার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিক্রিয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।