বছরের শুরুতেই অর্থ মন্ত্রকে তরফ থেকে রাজ্যে যে ছুটি ঘোষণা করা হয়েছিল এখন তার কিছুটা সিদ্ধান্ত বদল হয়েছে। সরকার এবারে ছুটি ঘোষণা করে দিল। ২৩ ২৪ সেপ্টেম্বর এমনি ছুটি ছিল সেই জায়গায় এবারে ২৫ শে সেপ্টেম্বরেও ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন রাজ্যে ছুটি বাড়বে। করম পূজো এবং শবেবরাত উপলক্ষে ছুটি থাকবে রাজ্যে। এতদিন করম পুজো এবং শবে বরাত উপলক্ষে সেকশনাল ছুটি থাকতো। এতদিন এই দুটি উৎসব যারা পালন করতেন তাদের ছুটি থাকত। এবারে করম পূজা উপলক্ষে মঙ্গলবার ছুটি থাকবে।
কলকাতা হোক কিংবা শহর অঞ্চলে এই করম পূজা খুব একটা দেখা না গেলেও রাজ্যে অনেকটা জায়গা জুড়ে এই পুজো পালিত হয়। মূলত ঝারগ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া জেলায় এই পুজো দেখা যায়। উত্তরবঙ্গের জেলাগুলিত কোথাও কোথাও দেখা যায় এই পুজো।এই পুজো উপলক্ষে আবার কোথাও মেলাও বসে।