বুধবার সকাল সাড়ে ১১টা থেকে রাত পৌনে ন’টা পর্যন্ত সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে তদন্তের মুখোমুখি হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় সাড়ে ১০ ঘণ্টা ধরে ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তিনি।
নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের চিঠির ভিত্তিতে অভিষেককে তলব করেছিল ইডি। এর আগেও একাধিকবার তাঁকে তলব করা হয়েছিল। তবে হাজিরা দেননি অভিষেক। এবারও তিনি হাজিরা দেবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠছিল। কিন্তু শেষ পর্যন্ত হাজিরা দেন তিনি।
জিজ্ঞাসাবাদে অভিষেককে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়। তাঁর সঙ্গে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার সম্পর্ক, সেই সংস্থার মাধ্যমে নিয়োগ দুর্নীতিতে তাঁর ভূমিকা, কালীঘাটের কাকু সম্পর্কে প্রশ্ন করা হয়। অভিষেক সব প্রশ্নের উত্তর দিয়েছেন বলে জানা গেছে।
জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে এসে অভিষেক বলেন, “আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি। আমি মেরুদন্ড বিক্রি করব না।”
অভিষেকের জিজ্ঞাসাবাদের পর রাজনৈতিক মহলে চাপা উত্তেজনা বিরাজ করছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, অভিষেককে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হচ্ছে। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, অভিষেককে দুর্নীতির দায়ে গ্রেফতার করা হবে।
জিজ্ঞাসাবাদের পর অভিষেককে ফের তলব করা হবে কি না, তা এখনও জানা যায়নি। তবে, অভিষেকের বিরুদ্ধে তদন্ত অব্যাহত থাকবে বলে ইডি সূত্রে জানা গেছে।